January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 1st, 2022, 8:28 pm

বাস-ট্রাক সংঘর্ষে বাগেরহাটে নিহত ৩

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের শিশুসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের আজগর আলীর ছেলে বাসচালক আব্দুল্লাহ শেখ (৪১), বাগেরহাট সদরের দরগা এলাকার রুস্তম আলী হাওলাদারের ছেলে ট্রাক চালক জালাল হাওলাদার (৪০) ও টাঙ্গাইলের মানিকগঞ্জ এলাকার মাসুদ শেখের ছেলে বাসযাত্রী শিশু আইয়াস শেখ (২)।

তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানার ইনচার্জ শেখ আবুল হাসান জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বোতলজাত পানি বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই চালক ও বাসযাত্রী শিশুটি নিহত হয়। এসময় নিহত শিশুটির মা ও বাবাসহ চার জন গুরুতর আহত হন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার কাজে ছুটে আসেন।

—ইউএনবি