নিজস্ব প্রতিবেদক:
বাস ভাড়া ২৭ দশমিক ৭৫ শতাংশ বাড়ছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে পরিবহন ধর্মঘটের প্রেক্ষিতে রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর সাথে বাস মালিকদের বৈঠক হয়। এই বৈঠকে পুনর্নির্ধারণ কমিটির বাস ভাড়া বাড়ানোর এই প্রস্তাব দেয়।
দূরপাল্লার বাসে আগে ছিল ১দশমিক ৪২ পয়সা, বেড়ে ১ দশমিক ৮০ পয়সা। সেক্ষেত্রে বেড়েছে ২৭ শতাংশ, মহানগরে বাস ভাড়া আগে ছিল ১ দশমিক ৭০ পয়সা, এখন করা হলো ২ দশমিক ১৫ পয়সা। সেক্ষেত্রে ২৬ দশমিক ০৫ শতাংশ বেড়েছে।
বাসের জন্য সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের জন্য আট টাকা করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, ‘আজ (রবিবার) থেকে ধর্মঘট প্রত্যাহার করা হলো। আজ থেকে বাস চলাচল করার জন্য মালিকদের নির্দেশনা দেন।’
বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘আমার এ প্রস্তাব আজই মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। কাল থেকেই এই নতুন ভাড়া কার্যকর করা হবে।’
আরও পড়ুন
বিইউবিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৫ উদযাপিত
৩৫ শতাংশ শুল্কের কথা জানিয়ে ড. ইউনূসকে চিঠিতে যা লিখলেন ট্রাম্প
বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ: ইউএনএফপিএ