January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 21st, 2022, 8:25 pm

বাহুবলিকে পেছনে ফেলে হাজার কোটির পথে কেজিএফ

অনলাইন ডেস্ক :

ঠিক যেমনটা ভাবা হয়েছিল, ভারতের বক্স অফিসে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র সুনামি দেখছে সিনেপ্রেমীরা। আন্তর্জাতিক বাজারেও খুব ভালো সংগ্রহ করছে সিনেমাটি। বক্স অফিসে থেমে নেই জয়রথ। ভক্তরা ‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমার সংলাপ আউড়ে বলছে, ইয়াশের রকি ভাই ‘ঝুকেগা নেহি সালা’। বক্স অফিস ইন্ডিয়ার বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, ‘কেজিএফ টু’র হিন্দি ভার্সন সব রেকর্ড ভেঙে দিয়েছে। এক সপ্তাহে ২৫০ কোটি রুপি (নেট ) সংগ্রহ করেছে সিনেমাটি। ভেঙেছে ‘বাহুবলি : দ্য কনক্লুসন’-এর রেকর্ড। প্রভাস অভিনীত ‘বাহুবলি টু’ প্রথম সপ্তাহে সংগ্রহ করেছিল ২৪৬.৫০ কোটি রুপি (নেট)। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবর, ‘বাহুবলি : দ্য বিগিনিং’-এর লাইফটাইম রেকর্ড ভেঙে দিয়েছে ইয়াশের ‘কেজিএফ টু’, সিনেমাটি সব মিলিয়ে সংগ্রহ করেছিল ৬৫০ কোটি রুপি। আর ‘কেজিএফ টু’ মাত্র পাঁচ দিনে বিশ্ব বক্স অফিসে ৬০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। ছয় দিনে সংগ্রহ করেছে ৬৭৬ কোটির বেশি। আর সাত দিনে ছুঁয়েছে ৭০০ কোটির মাইলফলক। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াশের পাশাপাশি বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডনের ‘কেজিএফ টু’ আগামী সপ্তাহে এক হাজার কোটির মাইলফলক স্পর্শ করবে। গত (১৪ এপ্রিল ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্র বিশ্লেষকেরা অনুমান করেছিলেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন ইয়াশ। সেই অনুমান সত্যি হচ্ছে। বিশ্বব্যাপী তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় রেকর্ড ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’, যেখানে শুধু ভারতের ছয় হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। করোনা-পরবর্তী সময়ে যা রেকর্ড। আগামী সপ্তাহে বেশ কিছু স্ক্রিন যুক্ত হচ্ছে। ফিল্মিবিট ডটকমের খবর, ১০০ কোটি বাজেটের ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ মুক্তির আগেই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি করে ব্যবসা করেছে ৩৪৫ কোটি রুপি। ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি। সিনেমাটির জন্য দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন পরিচালক প্রশান্ত নীল; সিক্যুয়াল পরিচালনার জন্য ১৫ কোটি রুপি নিয়েছেন তিনি। আর খলচরিত্রে অভিনয় করা সঞ্জয় দত্ত নিয়েছেন নয় কোটি রুপি। এ ছাড়া রকি ভাইয়ের নায়িকার চরিত্রে অভিনয় করা শ্রীনিধি শেঠি নিয়েছেন তিন কোটি রুপি। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর। ২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে।