রাজশাহী নগরীতে একদল যুবক বাড়িতে ঢুকে ওয়ার্কার্স পার্টির এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে জানা গেছে। শনিবার রাত ৯টার দিকে নগরীর রাণীনগর সিটি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল ইসলাম পিরু (৩৫) ওই এলাকার মৃত কোরবান আলীর ছেলে ও ওয়ার্কার্স পার্টির ২৫নং ওয়ার্ডের কর্মী।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, শনিবার সন্ধ্যায় পিরু সাথে এলাকার কিছু যুবকের কথা কাটাকাটি হয়। এরপর তিনি বাড়িতে চলে আসে। রাত ৯টার দিকে কয়েকজন যুবক বাড়িতে ঢুকে পিরুর পেটে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে পিরু মারা যান। এ ঘটনার পর শিমুল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পিরুর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে সিআইডির একটি দল হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করছে।
ওসি জানান, তদন্তে খুনের প্রকৃত কারণ বেরিয়ে আসবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
–ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী