অনলাইন ডেস্ক :
মাত্রই পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের দায়িত্ব। অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে নেতৃত্বের স্বাদও পেয়েছেন প্যাট কামিন্স। কিন্তু সুন্দর এই মুহূর্তের শুরুতেই বিষাদ ভর করবে, ঘুণাক্ষরেও ভাবেননি এই পেসার। অ্যাডিলেডের দ্বিতীয় টেস্ট শুরুর আগে আসে দুঃসংবাদ। করোনাভাইরাস আক্রান্ত একজনের সংস্পর্শে যাওয়ায় ছিটকে যান অ্যাশেজের দিবারাত্রির টেস্ট থেকে। তবে সুখবর মিলেছে। অ্যাডিলেডের আইসোলেশন থেকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকলেও করোনা নেগেটিভ হয়েছিলেন কামিন্সে। তারপরও সাউথ অস্ট্রেলিয়া সরকারের নিয়ম অনুযায়ী তাকে চলে যেতে হয়েছিল আইসোলেশনে। অ্যাডিলেডেই ছিলেন আইসোলেশনে। তবে এখন বাড়ি ফেরার অনুমতি মিলেছে তার। আইসোলেশনের বাকি অংশ সিডনিতে নিজ বাড়িতে কাটাতে পারবেন কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, হোটেল থেকে নিজেই গাড়ি চালিয়ে বিমানবন্দরে যাবেন কামিন্স। সেখান থেকে চার্টার্ড বিমানে করে সিডনি যাবেন এই পেসার। অ্যাডিলেডের দিবারাত্রির টেস্ট শুরুর আগে এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন কামিন্স। সেখানে তার টেবিলের সঙ্গে লাগোয়া টেবিলের এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়। কামিন্স দ্রুত রেস্টুরেন্ট ত্যাগ করে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপরই পুরো দল থেকে আলাদা করে নেওয়া হয় তাকে। যে কারণে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি কামিন্স। তার অনুস্পস্থিতিতে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফেরেন স্টিভেন স্মিথ। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারির পর এই প্রথম অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন এই ব্যাটার। আর কামিন্সের জায়গায় টেস্ট অভিষেক হয়ে গেছে মাইকেল নেসারের।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর