অনলাইন ডেস্ক :
ভারতীয় নারী দলের সদ্যসাবেক পেসার ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিংয়ে ব্যস্ত আনুশকা শর্মা। বর্তমানে কলকাতার হাওড়ায় শুটিং করছেন। ছবির সেটের একটি ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবার আন্দুল স্টেশন ও রাজবাড়ির মাঠে শুটিং করেন আনুশকা। প্রথমে আন্দুল স্টেশনে, পরে বেশ কিছুক্ষণ আন্দুল রাজবাড়ির মাঠে শুটিং করন। এ সময় সাদা শার্ট ও মেরুন স্কার্ট পরা আনুশকাকে একটি ব্যাট হাতে দেখা যায়। ছোট চুলের লুকে ঝুলনের ছোটবেলা দৃশ্য ফুটিয়ে তুলতে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। দেখে চেনাই যাচ্ছিল না তিনি আনুশকা শর্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ক্রিকেটার স্বামী বিরাট কোহলি জানিয়েছেন, আনুশকা প্রথমে বোলিং করা কঠিন বলে মনে করেছিলেন। কারণ, এই প্রথমবার তিনি একজন ক্রীড়াবিদ হিসেবে অভিনয় করছেন। গত বছর আনুশকার কন্যাসন্তান ভামিকা কোহলির জন্মের পর এটিই হবে তার প্রথম ছবি। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল আনন্দ এল রায়ের ‘জিরো’তে।
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা