অনলাইন ডেস্ক :
রাজধানীর কমলাপুরে বিআরটিসির বাস ডিপোতে আগুন লেগেছে। এতে দুটি বাস পুড়ে গেছে। শনিবার (২৪ জুলাই) বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে, এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানিয়েছেন, লকডাউনে চলাচল বন্ধ থাকায় বিআরটিসির বাসগুলো ডিপোতে রাখা হয়েছিল। বিকেলে হঠাৎ একটি বাসে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আরেকটি বাসে ছড়িয়ে পড়ে। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন
মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধনের পর আতঙ্কে এলাকাবাসী
‘উপদেষ্টাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তাঁদের পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে’
ছয় মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় অংশ জব্দ করা হবে: গভর্নর