July 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 8th, 2025, 8:30 pm

বিইউবিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৫ উদযাপিত

এনএন অনলাইন :
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-তে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৫’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৭ জুলাই ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু শিক্ষাবিদ, সাহিত্যিক ও লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। তিনি তাঁর জ্ঞানগর্ভ বক্তব্যে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, সংগীত এবং মানবিক দর্শনের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “রবীন্দ্রনাথ ও নজরুল শুধু দুইজন কবি নন, তারা বাঙালির চেতনা, সাহস ও মানবিক মূল্যবোধের পথপ্রদর্শক।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির সম্মানীত উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনে অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সাহিত্য ও সংগীত আমাদের মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দেয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য প্রফেসর মিয়া লুৎফর রহমান। তিনি তাঁর বক্তব্যে দুই মহাকবির অনুপ্রেরণাদায়ী জীবনের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা শিল্পী ছায়া কর্মকার ও মাহদি হাসান। তাঁদের সুরেলা পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

বিইউবিটি পরিবার এই আয়োজনের মাধ্যমে দুই মহাকবির অসামান্য সাহিত্য, সংগীত ও জীবনের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং এই মূল্যবোধ ও চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।