December 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 1st, 2025, 4:36 pm

বিএনপিতে যোগ দিলেন ড. রেজা কিবরিয়া

ছবি: নিউ নেশন

 

বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া।

সোমবার (১ ডিসেম্বর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি।

রেজা কিবরিয়ার যোগাদানকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ড. রেজা কিবরিয়া আমাদের দলে যোগ দিয়েছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি।”

২০১৮ সালের নির্বাচনে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে (বাহুবল-নবীনগর) ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন ড. রেজা কিবরিয়া তার অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশকে নতুন বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অবদান রাখবেন।

বিএনপিতে যোগ দিয়ে ড. রেজা কিবরিয়া বলেন, “আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করলাম। এ জন্য আমি খুবই গর্বিত।”

তিনি আরও বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার যে রক্ত এটা কোনও কোয়ালিটির আপনারা যদি চিন্তা করেন– তার বাবা কী ছিলেন এবং মা কী আছেন এটা ইনক্রেডিবল। বাংলাদেশে আর কারও ওই কোয়ালিটির ব্ল্যাড লাইন নেই। নতুন বাংলাদেশ গড়তে আমরা সবাই তাকে সাহায্য করবো।”

যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদসহ অন্য নেতারাও বক্তব্য রাখেন।

এনএনবাংলা/