September 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 7th, 2025, 8:05 pm

বিএনপির আগামী পথচলা হবে জনগণের সাথে ব্যারিষ্টার মোঃ কামাল উদ্দিন

চাঁদপুর শাহরাস্তি প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা।

চাঁদপুর -৫ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে হাজারো মানুষ এ র‍্যালিতে অংশ নেন।
উপজেলা সদর থেকে মাজার রোড পর্যন্ত সড়কজুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, পতাকা মিছিল, ঢাক-ঢোল আর স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কামাল উদ্দিন বলেন, “৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান আর ২৪ সালের আন্দোলনের শিক্ষা আমাদের একটাই—জনগণের ঐক্যই পরিবর্তনের মূল শক্তি। বিএনপি সেই ঐক্যের প্রতীক হয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেবে।”

ব্যারিস্টার কামাল উদ্দিন উল্লেখ করেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আজ যখন গণতন্ত্র হুমকির মুখে, তখন দলের প্রতিটি কর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে নতুন উদ্দীপনায় কাজ করতে হবে।

চাঁদপুর-৫ আসনের রাজনীতির মাঠে ব্যারিস্টার কামাল উদ্দিনের সক্রিয় উপস্থিতি ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তরুণদের আশা জাগানো এই আইনজীবী বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। আমার প্রতিশ্রুতি হলো, এই আসনের প্রতিটি মানুষ যেন নিজের ভোটাধিকার ভোগ করতে পারে, যেন ন্যায়বিচার ও উন্নয়নের সুফল সমানভাবে পায়।”

তিনি আরও যোগ করেন, বিএনপির আগামী পথচলা হবে জনগণকে সাথে নিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলন। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

শাহরাস্তি পৌরসভা কমিটির সভাপতি আবুল খায়ের (সিএ) এর সভাপতিত্বে সেক্রেটারি ফারুক হোসেন মিয়াজীর সার্বিক দিক-নির্দেশনায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেরাজুন্নবী রাজু, পৌর নেতা এ.এস.এম. লিটন, পৌর যুবদলের সদস্য সচিব মো. আবদুল কাইয়ুম রিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, শ্রমিক দলের নেতা রফিকুল ইসলাম, মনির মিয়াজি এবং ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

র‍্যালি শেষে আলোচনায় নেতারা একমত হন, জনগণের আস্থাই বিএনপি’র সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিকে নিয়েই ভবিষ্যতে রাজপথের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়া, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং পরবর্তী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা হবে দলের মূল লক্ষ্য।