December 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 4th, 2025, 6:39 pm

বিএনপির এবারের তালিকায়ও নেই রুমিন ফারহানা

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন তালিকাতেও মনোনয়ন পাননি দলের সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ৩৬ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ নিয়ে বিএনপি মোট ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করলো। এখনো ফাঁকা রয়েছে ২৮টি আসন। ফাঁকা আসনের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন চেয়েছেন রুমিন ফারহানা।

এর আগে ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন মির্জা ফখরুল। ওই তালিকায় ঘোষিত মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লার প্রার্থিতা পরে স্থগিত করা হয়। নতুন তালিকায় ওই আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।

এনএনবাংলা/