February 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 2nd, 2025, 1:37 pm

বিএনপির ওপর স্টিমরোলার চালিয়েছে ১৭ বছর আ.লীগ: মুকিব

অনলাইন ডেস্ক:
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন, গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের উপর দিয়ে স্টিমরোলার চালানো হয়েছে। অত্যাচার, নির্যাতন, গুম, খুন সবই করা হয়েছে। একেবারে প্রত্যন্ত অঞ্চলের একজন নেতাকর্মীও শান্তিতে ঘরে ঘুমাতে পারেননি। এসব অত্যাচার নির্যাতন বিএনপিকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করেছে।

তিনি বলেন, বিএনপিকে ভাঙ্গার বহু ষড়যন্ত্র করা হয়েছে। কোনো ষড়যন্ত্রই ধুপে টিকেনি। বরং মাত্র সাড়ে ১৫ বছর রাজত্ব করে এখন আওয়ামী লীগই হারিয়ে যেতে বসেছে। নিজেরা এখন অস্তিত্ব সংকটে পড়েছে।

শনিবার (১ জানুয়ারি) রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের বনমথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কথা বলেন তিনি। বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

ইউনিয়ন শ্রমিক দল সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, জেলা যুবদল সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, উপজেলা যুবদল আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমরান, ফয়সল, মিলন খান, এম এ হাসান, জুলফি খান তিতু, ছাত্রদল আহ্বায়ক মোবাশ্বির আহমেদ মজনু, আশরাফুজ্জামান মুবিন ও এমদাদুল হক বাবু প্রমুখ।