দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবাদে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। শনিবার (৬ জানয়ারি) সকাল ৬টায় শুরু হওয়া হরতাল শেষ হবে সোমবার সকাল ৬টায়।
৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিপুল সংখ্যক মানুষ ঢাকা শহর ছেড়েছেন। অন্যান্য দিনের তুলনায় সড়কে যানবাহনের সংখ্যা কম হলেও এবং অগ্নিসংযোগের আশঙ্কা থাকা সত্ত্বেও কিছুসংখ্যক গণপরিবহন চলতে দেখা গেছে।
গতকাল রাতে ঢাকার বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন।
তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বয়কটের দলের আহ্বানের পক্ষে জনসমর্থন আদায়ের জন্যই তাদের এই কর্মসূচি।
বর্তমান সরকারকে পদত্যাগ করতে এবং নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে গত বছরের ১০ ডিসেম্বর থেকে প্রায় ৩ ডজন বিরোধী রাজনৈতিক দলসহ একযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক সিনিয়র নেতা গ্রেপ্তার হয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে অনেকে আত্মগোপনে রয়েছেন।
তবে বিএনপি ও সমমনা দলগুলো গত ২৯ অক্টোবর থেকে ১২ দফায় ২৩ দিন অবরোধ এবং ৫ দিনের হরতাল কর্মসূচি পালন করেছে।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিরোধী দলটি।
—-ইউএনবি
আরও পড়ুন
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে
পাঠ্য বইয়ে অভ্যূত্থানের ইতিহাস বিকৃতি চেষ্টার প্রতিবাদে রংপুরে মানববন্ধন
কোম্পানীগঞ্জে নির্বাহী অফিসার’র নম্বর ক্লোন শিক্ষকের কাছে টাকা দাবি