বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর শেরে বাংলা নগরে জিয়ার মাজারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তারা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলে অংশ নেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
সারাদেশে বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্সূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
দিনটি উদযাপনে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা উত্তোলন করে দলটি।
এরপর দলটির নেতাকর্মীরা বিকাল ৩টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি বের করে। এছাড়া শুক্রবার এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ১৯ দফার ভিত্তিতে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর ১৯৮০ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তার স্ত্রী দলের নেতৃত্বে আসেন।
প্রতিষ্ঠার পর থেকে দলটি চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় যায় ও দুইবার বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে। ২০০৭ সালে ১/১১ পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে প্রায় ১৫ বছরের কাছাকাছি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে দলটি।
—-ইউএনবি
আরও পড়ুন
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের সঙ্গে এনসিপির বৈঠক
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
লাইফ সাপোর্টে ব্যারিস্টার রাজ্জাক, দোয়া চাইলেন জামায়াত আমির