September 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 4th, 2025, 6:32 pm

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে  নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের নেতৃত্বে আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন,

বিগত ১৭ বছরে আওয়ামীলীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থ লুট করে পালিয়েছে। দেশ আজ দূর্নীতিতে নিমজ্জিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের  শীষে  ভোট দেওয়ার আহবান জানান। তাছাড়া  বিএনপির জনগণের অধিকার আদায়ের দীর্ঘ ৪৭ বছর সংগ্রাম ও ত্যাগের ইতিহাস বহন করেছে।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে এম খালেদের সভাপতিত্বে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ইয়াছিন পাঠানের সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু,জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শামসুল হক লিটন,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ  আইয়ুব খান,মো: নজরুল ইসলাম,উপজেলা বিএনপির  সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন,সাবেক চেয়ারম্যান হাজ্বী মো: তারেক মিয়া,সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া,সাবেক চেয়ারম্যান আবুল হোসেন,সাবেক চেয়ারম্যান হাজ্বী বরকত উল্লাহ,উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো আবদুল কাদির,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম ভূইঁয়া,সাংগঠনিক সম্পাদক বশির  উদ্দিন চৌধুরী,সহ- সাংগঠনিক সম্পাদক  এডভোকেট আরাফাত উল্লাহ, প্রবাসী কল‍্যান সম্পাদক  সাবেক ছাত্রদল নেতা আবুল হাসান চৌধুরী, প্রচার সম্পাদক আজগর আলী,সহ-দপ্তর সম্পাদক মো: আব্বাস আলী,ছাত্র বিষয়ক সম্পাদক দুলাল মেম্বার,বিএনপি নেতা আজদু মেম্বার,ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল, হাজি তিতন ফকির,শেখ জিল্লুর রহমান, সার্জেন্ট সফিকুল ইসলাম, সোহরাব খান, হাজী বিল্লাল মিয়া,আসাদ উল্লাহ,উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল আলম ভূইঁয়া,সৈয়দ আবু সারোয়ার,আশরাফ উদ্দিন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল আহমেদ,সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী,জেলা নবীন দলের সাধারন সম্পাদক শাহজাহান চকদার,উপজেলা নবীন দলের সভাপতি মোহাম্মদ আমসু মিয়া,উপজেলা ওলামা দলের সভাপতি  মাওলানা মাজহারুল করীম,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার।

এসময় উপজেলা  শ্রমিকদল নেতা  এমরান মিয়া,যুবদল নেতা আবদুল বাতেন শরীফ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম,যুগ্ম আহবায়ক আবদুল বাক্কী,ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুন,উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ,সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী,যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ভুইয়া,কলেজ ছাত্রদলের সাবেক  আহবায়ক  ইয়াসিন মাহমুদ,সদস্য সচিব খাইরুল বাশার রনিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকেই  উপজেলা ও ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় দলীয় নেতাকর্মীরা ব্যানার,ফেস্টুনসহ টি-শার্ট ও ক্যাপ পরে পৃথক পৃথকভাবে মিছিল নিয়ে সভাস্থলে পৌঁছান।