August 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 11th, 2025, 4:41 pm

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত যুবলীগ নেতা সেন্টু ও বিএনপি নেতা সাখাওয়াত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলার বরমচালে ইউনিয়নে আজমল আলী শাহ সেন্টু নামক এক যুবলীগ সভাপতিকে বিএনপির কমিটিকে স্থান করে দেবার কথা বলে কয়েক লক্ষ টাকা নিয়ে ইউনিয়ন কমিটিতে স্থান করে দেন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন। এ ঘটনায় ফুঁসে উঠে স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। এ নিয়ে পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠলে জেলা বিএনপির নির্দেশে আজমল আলী শাহ সেন্টু নামক ওই যুবলীগ নেতাকে বহিস্কার করে বরমচাল ইউনিয়ন বিএনপি। এতে বিপাকে পড়েন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন। টাকা ফেরত দেয়ার ভয়ে তিনি ওই যুবলীগ নেতাকে নিয়ে বিএনপির নেতাদের বিরুদ্ধে নানা কুৎসা ও অপপ্রচারে লিপ্ত রয়েছেন। উপজেলা বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন তারা সাখাওয়াত  হোসেনের  বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন। জানা গেছে, গত ৭ আগষ্ট বিকেলে সিংগুর উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। কাউন্সিলে সভাপতি পদে বিএনপি নেতা ফখরুল ইসলাম ৪০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি মহরম আলী পেয়েছেন ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে শফিক উদ্দিন ৪৫ পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি জসিম উদ্দিন পেয়েছেন ২৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাহেদ মিয়া ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি ইমাম উদ্দিন পেয়েছেন ২২ ভোট। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল জহুর ডেন। কাউন্সিলপূর্বক আলোচনা সভায় বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল জহুর ডেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তোফায়েল হোসাইন খান জমসেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য জয়নাল আবেদীন বাচ্চু, শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, সদস্য ও বরমচাল ইউনিয়ন বিএনপির সমন্বয়ক কমর উদ্দিন আহমদ কমরু, সদস্য আব্দুল মুক্তাদির মনু, বিএনপি নেতা সারোয়ার আলম বেলাল, বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য তারেক আহমদ মধু, নজরুল ইসলাম মাস্টার, ইউনিয়ন বিএনপি নেতা ফখরুল আমিন, কামাল হোসেন। কাউন্সিলে নির্বাচিত সেই কমিটির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছেন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন। তিনি ওই কমিটি বাতিল করার জন্য উঠেপড়ে লেগেছেন। বরমচাল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল আলী শাহ সেন্টু’র মদদে এসব ষড়যন্ত্র করছেন বলে জানা গেছে। রোববার (১০) আগস্ট কুলাউড়া শহরের একটি রেষ্টুরেন্টে যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টুর উপস্থিতিতে বরমচাল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির পাঁচজন নেতাসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মনগড়া অভিযোগ এনে বিভিন্ন অপপ্রচার করেন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন।  এর আগে গত ২৯ জুলাই বরমচাল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে সদস্য হিসেবে স্থান করে নেয়া যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টুকে বহিস্কারের জন্য জেলা বিএনপি’র আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত একটি চিঠি উপজেলা বিএনপির আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুগ্ম আহবায়ক বরাবরে পাঠানো হয়েছিল। সেই চিঠির ভিত্তিতে উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খাঁন, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান ও যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল সেন্টুকে বহিস্কার করার জন্য বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল জহুর ডেনকে নির্দেশনা দেন। পরে তাকে বিএনপির কমিটি থেকে বহিস্কার করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী যুবলীগের রাজনীতি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এমনকি আওয়ামী লীগের সকল কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে পৃষ্ঠপোষকতা করেছেন। গত বিতর্কিত সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলের নির্বাচনী প্রচারণায় হাতে লিফলেট নিয়ে যুবলীগ নেতা সেন্টুকে সরব থাকতে দেখা যায়। ২০২২ সালের ১৪ মার্চ বরমচাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আজমল আলী শাহ সেন্টু সভাপতি ও নিপার আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এমনকি দলীয় শীর্ষ নেতাকর্মী ও আওয়ামী লীগের মন্ত্রীদের সাথেও তোলা সেইসকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। যুবলীগের সভাপতি সেন্টু বিগত ৫ আগস্টের পর নিজের সকল অপকর্ম ঢাকতে বরমচাল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেনকে কয়েক লক্ষ