August 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 10th, 2025, 6:47 pm

বিএনপির ব্যানারের নিচে বসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ফাহিম ইসলাম (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ আগস্ট শনিবার রাতে কুলাউড়া থানার ওসি ওমর ফারুকের নের্তৃত্বে এসআই হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, এএসআই মিরাজুল ইসলামসহ পুলিশের একটি দল পৌর শহরের মাগুরা এলাকা থেকে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফাহিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসুরা বাজার এলাকার বাসিন্দা মইনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। সম্প্রতি পৌর শহরে মুরাদ আহমেদ নামে এক বিএনপি নেতার বাসায় একটি অফিসে বসে ফাহিম শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন। আর সেটি ভিডিও ধারণ করেন তার কয়েকজন  সহপাঠী। ওই ভিডিওতে তরুণ ফাহিম উল্লেখ করে, আওয়ামীলীগ আবারো ফিরে আসবে। জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনাকে নিয়ে বলে, একমাত্র শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একজন গর্বিত নারী। এক বৃষ্টি ভেজা বিকেলে তিনি বাংলাদেশের হাল ধরেন। ইনশাআল্লাহ আমাদের মনে একটাই আশা তিনি একদিন না একদিন ফিরে আসবেন। দেখা হবে জয়বাংলার স্লোগানে। ভিডিওটি প্রথমে কুলাউড়া ডটকম নামে একটি ফেসবুক পেইজ পোস্ট করা হয়। পরে সেই পোস্ট স্বাধীন ২৪/৭ নামে আরেকটি পেইজে পোস্ট করলে সেটি ভাইরাল হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফাহিম কুলাউড়ায় মুরাদ আহমেদ নামে বিএনপির এক নেতার বাসায় কয়েকটি ব্যানারের সাসনে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং শীঘ্রই তিনি আসবেন বলে উল্লেখ করে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন।

বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও বলেন, আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।