ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত প্রার্থীদের তালিকায় জায়গা পাননি দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
নীলফামারীর চারটি আসনের মধ্যে দুটি—নীলফামারী-২ (সদর) ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ)—আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়। তবে বেবী নাজনীন যেই নীলফামারী-৪ আসনে প্রার্থী হওয়ার আশা করেছিলেন, সেখানে বিএনপি মনোনয়ন দিয়েছে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে।
এ আসনে বেবী নাজনীন দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। নির্বাচনের আগে তিনি সৈয়দপুর ও কিশোরগঞ্জে ব্যাপক জনসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা করেছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও তার সঙ্গে মাঠে ছিলেন।
প্রাথমিক তালিকায় নাম না থাকায় বেবী নাজনীন ও তার সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বেবী নাজনীন মনোনয়ন চেয়েছিলেন। সে সময় তাকে বিকল্প প্রার্থী হিসেবে রাখা হলেও শেষ পর্যন্ত মনোনয়ন পান সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার। পরে বেবী নাজনীন নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে ২৬ জনের মৃত্যু
নিজাম হাজারীর স্ত্রীর ৪৫ কোটি টাকার অবৈধ সম্পদ, মামলা করলো দুদক
বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ