November 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 9th, 2025, 8:36 pm

বিএনপির মনোনয়ন নিয়ে ময়মনসিংহে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

 

বিএনপির ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মনোনয়ন বিতর্ক কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন এবং মঞ্চসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

রোববার সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, “এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে কাজ করছে।”

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন বঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা এই সিদ্ধান্তের প্রতিবাদে ইকবালের সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা চালায়। প্রতিশোধ হিসেবে ইকবালের সমর্থকরাও পাল্টা হামলা চালিয়ে হিরনের মহিলা সমাবেশের মঞ্চে ব্যাপক ভাঙচুর করেন।

এতে করে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বলেন, “দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটি পক্ষ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। আমি দোষীদের বিরুদ্ধে দল ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এছাড়া, শনিবার রাতে জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয়ে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।

হিরনের সমর্থকরা অভিযোগ করেছেন, “ইকবাল সমর্থকরা আমাদের মহিলা সমাবেশের মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এতে আমাদের অনেক কর্মী আহত হয়েছেন।”

গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, “বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। তবে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।”

এনএনবাংলা/