October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 15th, 2025, 7:43 pm

বিএনপির রাজনীতি জনকল্যাণে নিবেদিত- প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিনিয়ত নানা অজুহাতে নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে ফন্দিফিকির করছে। কখনো পিআর, কখনো গণভোট, কখনো জুলাই সনদ নিয়ে তাদের আচরণ শিশু সুলভ,উদ্দেশ্য প্রণোদিত এবং দুরভিসন্ধিমূলক। বিভিন্ন জটিল বিষয়কে পরিকল্পিতভাবে ইস্যু বানিয়ে আসন্ন সংসদ নির্বাচনকে বিলম্বিত তথা অনিশ্চিত করতে অপ তৎপরতা চালাচ্ছে ।

তিনি আজ (১৫ অক্টোবর) সন্ধ্যায় নাগলা বাজারে গণসংযোগ ও প্রচার পত্র বিতরণ শেষে স্বতঃস্ফূর্ত পথ সভায় বক্তব্য রাখছিলেন ।

এর আগে গণ সংযোগকালে তিনি নাগলা বাজারের ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতাসহ উপস্থিত জনসাধারণের সাথে কথা বলেন এবং তাদের হাতে ধানের শীষে ভোট দেয়ার আহবান সম্বলিত তারেক রহমানের ৩১ দফাসহ জন কল্যাণে বিএনপির আগামী পরিকল্পনা সমেত লিফলেট তুলে দেন ।

এর আগে তিনি আজ সকালে গারো সম্প্রদায়ের আসন্ন “ওয়ানগালা উৎসব” নিয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক সংগঠকদের সাথে নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমিতে মতবিনিময় করেন ।

পথ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণকে সাথে নিয়ে শত প্রতিকূলতা সড়িয়ে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জনগণকে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন, ১৫ বছর আওয়ামী লীগের কারণে মানুষ ভোট দিতে পরে নাই। গণঅভ্যুত্থানে ফ্যসিবাদের পতনের পর গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে । মানুষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে ।

জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে হাসিনা যেমন ফ্যসিবাদী হয়েছিল তেমনি জমায়াত ভোটের পথে একের পর এক প্রতিবন্ধকতা সৃষ্টি করে গণতন্ত্র ও ভোট বিরোধী শক্তি হিসেবে হিসেবে জনগণের কাছে বিবেচিত হচ্ছে । একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করায় এরা এখনও  স্বাধীনতা বিরোধী হিসেবে জনগণের কাছে পরিচিত ।

এবার  ভোট কেউ নস্যাৎ করতে পারবে না । জনগণের প্রতি ধানের শীষের প্রতি সমর্থন জানানোর আহবান জানিয়ে বলেন, জনকল্যাণমুখী ইতিবাচক রাজনীতি নিয়ে বিএনপি জনগণের সামনে হাজির হয়েছে । তিনি আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন , বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এক দিনের নয় , ৩৬৫ দিনের গণতন্ত্র ও সুশাসনের মাধ্যমে সরকার ও প্রশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠা করবে , বাস্তবমুখী ও টেকসই কর্মসূচি গ্রহণ করে জনগণের ভাগ্য পরিবর্তন ঘটাবে ।

প্রিন্স আরো বলেন, বিএনপি সরকারের আমলেই জনগণ কিছু পায়, কারণ বিএনপির  রাজনীতি জনও কল্যাণে নিবেদিত । আগামী নির্বাচনে বিজয়ী হলে আমরা বাস্তবমুখী ও টেকসই কর্মসূচি গ্রহণ করবো, যাতে মানুষের জীবনমান উন্নত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী আমলের একদলীয় বাকশালী শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন । বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের পতনের পর তাঁর হাত ধরেই সংসদীয় গণতন্ত্র এসেছে । তারেক রহমানের হাত ধরে আওয়ামী ফ্যসিবাদে ভেঙ্গে পড়া রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে জনগণের গণতন্ত্র এবং  সাম্য ও মানবিক মর্যাদার বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে ।

আমতৈল ইউনিয়ন বিএনপির আহবায়ক পরান আলী কাঞ্চুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহবায়ক আবদুল হাই, মিজানুর রহমান , মোনায়েম হোসেন খান খোকন, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন বিশ্বাস  প্র্রমুখ বক্তব্য রাখেন ।