December 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 20th, 2025, 5:33 pm

বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি-প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :

বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দলীয় মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্বাচন বানচালের মাস্টারপ্লানের অংশ হিসেবে ওসমান হাদিকে গুলি করা হয়েছিল। ওসমান হাদির মৃত্যু সংবাদের পর গতরাতে ঢাকায় প্রথম আলো, ডেইলী ষ্টার পত্রিকা অফিস, ছায়ানট ভবন, নিউ এইজ সম্পাদক নুরুল কবির ও বিভিন্ন স্থানে সহিংস হামলাসহ দেশব্যাপী সহিংস হামলা নির্বাচন বানচালসহ রাষ্ট্রের বিরুদ্ধে মাস্টারপ্লানের প্রজেক্ট । এই সুযোগে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পথে বাধা সৃষ্টি করাও এই প্রজেক্টের  উদ্দেশ্য ।

তিনি আজ দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের দুধকুড়া গ্রামে হাজং সম্প্রদায়ের নবান্ন উৎসব “দেউলী উৎসব” উদ্বোধনকালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি বলেন পতনের পর পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট গোষ্ঠী ও দেশে উত্থান হওয়া উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিত ভাবে নির্বাচন বানচালের উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছে। তারা পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতিষ্ঠিত মিডিয়া হাউজে আক্রমণ চালিয়ে বহিঃর্বিশ্বে প্রতিষ্ঠিত করতে চায়, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ উগ্রবাদীদের কবলে চলে গেছে।

দেশবাসীকে বোঝাতে চায়, দেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই। শুধু মিডিয়া হাউজ নয় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মাজার, সাংস্কৃতিক উৎসবে বাধা প্রদান করে তারা উদারনৈতিক রাষ্ট্রীয় চরিত্রকে পাল্টে দিতে চায়, যেমনটি আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিলো, এবং দেশের গণতান্ত্রিক ও মানবিক চরিত্র গুম করেছিলো ।

তিনি অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা ও উদাসিনতায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের নীরবতা, নির্লিপ্ততা, ও ভ্রান্ত নীতি আধিপত্যবাদী ফ্যসিবাদী  ও উগ্রবাদী গোষ্ঠীকে ষড়যন্ত্রের জাল বিস্তারে উৎসাহিত ও সুযোগ করে দিচ্ছে। গতকাল মিডিয়া হাউজে হামলার সময় পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। সরকার এর দায় এড়াতে পারবে না।

তিনি আরো বলেন, এই ষড়যন্ত্র আঁচ করতে পেরেই বিএনপি শহীদ মিনারে যায় নাই। ওসমান হাদীকে গুলি করার মতো নৃশংস ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। এজন্য অমরা তাঁর সংগঠণের সাথে সহমর্মিতা ও সংহতি জানিয়েছি। কিন্তু পরিকল্পিত ভাবে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে এই ঘটনার জন্য প্রথমে সু কৌশলে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চালানো হয়, ব্যর্থ হয়ে ওসমান হাদীর মৃত্যুর পর পরিকল্পিত ভাবে সহিংস ঘটনা ঘটিয়ে গভীর ষড়যন্ত্রের প্রমাণ করেছে।

অনুষ্ঠানে তিনি সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার প্রসঙ্গে তিনি বলেন বিএনপি আগামী দিনে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণ, দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান, ভাষা ও সাংস্কৃতিক অধিকার সমুন্নত রাখতে দৃঢ়ভাবে কাজ করবে। এজন্য পৃথক অধিদফতর প্রতিষ্ঠা করা হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ এই দেশের বোঝা নয়, তারা এ দেশের গর্ব ও শক্তি। বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলবে।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন,

অতীতে আওয়ামী লীগ ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে কেবল রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। গালভরা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে, কিন্তু বাস্তবে তাদের ভূমি অধিকার, শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে কিছুই করেনি। বিএনপির রাজনীতি হচ্ছে অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। আমরা ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভূমি নিরাপত্তা এবং সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করব।

ক্ষুদ্র জাতিগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমীর পরিচালক ইঞ্জিনিয়ার প্রলয় স্নালের সভাপতিত্বে অনুষ্ঠিত “দেউলী উৎসব” এর উদ্বোধনী অনুষ্ঠানে গবেষক ও লেখক মতি লাল হাজং, হাজং সমিতির সভাপতি পল্টন হাজং, হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সুভ্রত রেমা, গাঁওবুড়া (গ্রাম প্রধান) নরেশ চন্দ্র রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর, সাবেক চেয়ারম্যান গাজিউর রহমান বক্তব্য রাখেন।