বিএনপির সঙ্গে আসন সমঝোতার পথ থেকে সরে এসে এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে অলি আহমেদ অভিযোগ করে বলেন, বিএনপি এলডিপিকে অবহেলা করেছে। তিনি জানান, আসন সমঝোতার জন্য বিএনপির কাছে ১৪ জন প্রার্থীর একটি শর্ট লিস্ট দেওয়া হলেও সেটিকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি দলের নেতাকর্মীরা দুই ঘণ্টা অপেক্ষা করেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।
এলডিপি চেয়ারম্যান বলেন, দলটিকে টিকিয়ে রাখার স্বার্থে বিএনপি চাইলে অন্তত শর্ট লিস্টের বিষয়টি বিবেচনায় নিতে পারত। তিনি আরও বলেন, শর্ট লিস্টের সব প্রার্থীকে আসন দেওয়ার দাবি তারা করেননি। এই পরিস্থিতিতে এলডিপি এককভাবেই সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে অলি আহমেদের সংবাদ সম্মেলনের আগেই এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন।
উল্লেখ্য, কর্নেল (অব.) অলি আহমেদ বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী ছিলেন। চারদলীয় জোট সরকারের সময় জামায়াতে ইসলামীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে তিনি মন্ত্রিত্ব থেকে বঞ্চিত হন। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি সরকারের শেষ পর্যায়ে তিনি দল ছাড়েন এবং পরে এলডিপি গঠন করেন। তবে পরবর্তীতে আওয়ামী লীগের টানা তিন মেয়াদের অধিকাংশ সময় তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গেই রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল