বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাতনি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো একটি দলীয় সভায় বক্তব্য দিয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি যুক্ত হন। সেখানে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি চলমান কাজের অগ্রগতি ও বিভিন্ন করণীয় বিষয়ে দিকনির্দেশনা দিতে তাকে দেখা যায়।
সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার এ এম এম মাহবুব উদ্দিন খোকন ও ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল উপস্থিত ছিলেন। দলীয় সূত্রের ভাষ্যমতে, জাইমা রহমানের এই উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
উল্লেখ্য, লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করার পর থেকেই তাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বাংলাদেশের উদার আতিথেয়তায় মুগ্ধ কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে
সালমান এফ রহমানের ১২ একর জমি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ
চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট