January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 2nd, 2024, 8:13 pm

বিএনপির সাবেক নেতা জেড এ খান মারা গেছেন

বিএনপির সাবেক নেতা মেজর জেনারেল (অব.) আবু আহমেদ জহিরুল আমিন খান (জেড এ খান) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

পারিবারিক সূত্র নিশ্চিত করেছে- বুধবার বেলা ১১টার দিকে গুলশানে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেড এ খান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

২০০৭ সালে ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের আগে জেড এ খান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। পরে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।

তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং ১৯৯৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৪৪ সালের ১১ মে চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করা খান ১৯৬৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯৭ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর বিএনপিতে যোগ দেন তিনি। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

—-ইউএনবি