আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘোষিত ২৭২টি মনোনয়ন—এতে শরিক দলগুলোর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটপ্রধান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জোটের নেতারা এই মনোনয়নকে ‘বিস্ময়কর ও ক্ষোভের’ কারণ বলে মন্তব্য করেন।
শরিকদের অভিযোগ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন এবং ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে যে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন—২৭২ আসনে এককভাবে প্রার্থী ঘোষণা সেই প্রতিশ্রুতির স্পষ্ট বরখেলাপ। তাদের দাবি, কোনো আলোচনার উদ্যোগ না নিয়েই বিএনপি সব আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে।
জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, এ পরিস্থিতিতে জোটের পরবর্তী অবস্থান নির্ধারণে আগামী সোমবার (৮ ডিসেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনের সময় ও স্থান জানানো হবে।
বৈঠক শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন—জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু ও সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ বাসার, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান, মহাসচিব ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব সারোয়ার আলম, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম এবং ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব ইলিয়াস হোসেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
লিবিয়া থেকে অবৈধ পথে ইউরোপ যেতে চাওয়া ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন
হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়াকে দেখে মায়ের বাসায় জোবাইদা রহমান
শেখ হাসিনার দেশে ফেরানোর বিষয়ে ভারত ইতিবাচক সাড়া দিচ্ছে না: পররাষ্ট্র উপদেষ্টা