September 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 3rd, 2025, 7:23 pm

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।আনন্দ র‌্যালিতে সাভার আশুলিয়ার হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।

মঙ্গলবার বিকেলে ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই আনন্দ র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত র‌্যালিটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের শহীদ ইয়ামিন চত্বর থেকে শুরু করে উলাইল বাসষ্ট্যান্ড ঘুরে সাভার উপজেলা পরিষদের মূল ফটকে এসে শেষ হয়।

এসময় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি গণমানুষের দল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা জনগণের দুর্ভোগ লাঘবে কাজে আসবে।

আয়োজিত এ কর্মসূচিতে অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন,ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান (অভি),  আশুলিয়া বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল আলমসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এস এম মনিরুল ইসলাম,সাভার