December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 22nd, 2024, 6:14 pm

‘বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের শতভাগ কর্মসংস্থান, অথবা বেকার ভাতা’

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেছেন, আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে দেশের বেকার যুবকদের শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করা হবে। আর যদি কোনো বেকারের কর্মসংস্থান করতে না পারি, তাহলে বেকার ভাতা দেওয়া হবে।

রবিবার (২২ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ঢাকা বিভাগের মধ্যে অন্যতম পয়েন্ট রূপগঞ্জ।

এখানকার এক মুঠো মাটি সোনার চেয়েও দামি। অথচ বিগত সময়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে আওয়ামী লীগের মন্ত্রী গাজী এসব জমি জোরপূর্বক জবরদখল করেন। মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

ভোলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রেজাউল হকের সভাপতিত্বে এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি বাশির উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দ, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু প্রমুখ। এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সাফি মিয়া, আবুল কালাম আজাদ, বাদশা মোল্লা, কাওসার আহমেদ, নাজিম উদ্দিন, বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।