৩ দিনের দেশব্যাপী অবরোধের পর বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা আরও একটি ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ আজ (রবিবার) সকাল থেকে শুরু হয়েছে।
আজ সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।
সপ্তাহের প্রথম কর্মদিবসে সড়কে যান চলাচল তুলনামূলকভাবে কম দেখা গেছে। তবে গত সপ্তাহে ৩ দিনের অবরোধের তুলনায় সড়কে বেসরকারি ও গণপরিবহনের সংখ্যা বেশি।
গণপরিবহন যথেষ্ট না থাকায় অফিসগামী, শিক্ষার্থী ও অন্যান্য যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
এদিকে ৪৮ ঘণ্টার অবরোধকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় ঢাকার নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকায় ৪টি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নাবিল পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এ নিয়ে ৪৮ ঘণ্টার অবরোধকে কেন্দ্র করে এ পর্যন্ত পাঁচটি গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সারা দেশে নজরদারি বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের জন্য তাদের ইউনিটগুলোকে সতর্ক করেছে।
ঢাকার প্রবেশ পথ ও সব বড় স্থানে পুলিশ অবস্থান নিয়েছে এবং চেকপোস্ট স্থাপন করেছে।
২ দিনের জন্য কর্মসূচি থামিয়ে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা করেন, তার দল রবিবার সকাল থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ পালন করবে।
সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন এই অবরোধের আওতাবহির্ভূত থাকবে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল চলছে।
—-ইউএনবি
আরও পড়ুন
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আ.লীগের প্রেতাত্মারা এখনো বহাল’
ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল