বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন।
রবিবার বিকাল ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ৪৫ মিনিটের এ বৈঠক হয়।
বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘জার্মান রাষ্ট্রদূত এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমাদের সঙ্গে কথা বলতে এখানে আমাদের অফিসে এসেছিলেন। তবে আমরা কী আলোচনা করেছি তা প্রকাশ করতে চাই না, কারণ এটি একটি ব্যক্তিগত বৈঠক ছিল।’
তিনি বলেন, বিদেশি কূটনীতিকদের দায়িত্ব তাদের সদর দপ্তরে তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে রিপোর্ট করা।
বিএনপির এই নেতা বলেন, সেই দায়িত্বের অংশ হিসেবে জার্মান রাষ্ট্রদূত আমাদের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির: শামীম পাটোয়ারী
যানজট ও জনদুর্ভোগের কথা বিবেচনায় রাজধানীতে বিএনপির র্যালি বাতিল
বিএনপি ফিনিক্স পাখির মতো, বারবার ফিরে এসেছে: মির্জা ফখরুল