গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
৫ মে (সোমবার ) বিকেলে গঙ্গাচড়া উপজেলা বিএনপি কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে গঙ্গাচড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের জিরোপয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা বিএনপি’র সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চাঁন, জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজু আহমেদ স্বপন, সদস্য সচিব শাহিন আলম সোনা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান রঞ্জু, সদস্য সচিব বুলবুল আহমেদ, মহিলা দলের সভাপতি তৃষ্ণা খাতুন, ছাত্রদলের আহবায়ক আখতারুজ্জামান তিতাস, সদস্য সচিব আব্দুল কাফিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বলেন, মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারের সদস্য তুহিনকে ১৭ বছর নির্বাসনে রাখা হয়েছিল। তার স্ত্রীর জানাজায়ও আসতে পারেননি তিনি। বর্তমান সরকারও তার বিরুদ্ধে এখন মামলা প্রত্যাহার করেনি। উলটো জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন করা হবে বলে তিনি ঘোষণা দেন।
জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন বলেন, প্রকৌশলী তুহিন একজন সৎ, শিক্ষিত ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাঁর বিরুদ্ধে ফখরুদ্দিন সরকারের সময়ে ষড়যন্ত্রমূলকভাবে কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ এনে একাধিক ভিত্তিহীন মামলা দায়ের করা হয়।দীর্ঘ প্রায় ১৭ বছর পর আদালতে আত্মসমর্পণ করার পরও তাঁকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। প্রকৌশলী তুহিনের জামিন না মঞ্জুর করে সরকার উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আইনের প্রতি শ্রদ্ধা রেখে গত ২৯ এপ্রিল ঢাকার আদালতে আত্মসর্মণ করেন। আমরা ভেবেছিলাম এই অন্তর্বর্তী সরকারের অধিনে আমরা সুবিচার পাব কিন্তু এখনও ফ্যাসিস্ট সরকারের দোসররা বড়বড় পদে থাকায় আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি ।
বক্তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন। জানা যায়,২০০৭ সালে দুদকের করা মামলায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নামে মামলা হয়। এরপর ফ্যাসিস্ট সরকার আরো মিথ্যা মামলা দেয়। তিনি দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসনে ছিলেন । ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশ থেকে পলায়নের পর গত ২২ এপ্রিল তিনি লন্ডন থেকে দেশে ফিরেন। ঢাকার বিশেষ জজ আদালতে তিনি গত ২৯ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত শুনানী শেষে তা নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপন ভাগ্নে।
আরও পড়ুন
কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা রাজু গ্রেপ্তার
খুলনায় শিবিরের মানবপ্রাচীরের আয়োজন
জুলাই শহীদ পরিবারকে সিলেট জেলা পরিষদের অর্থ সহায়তা প্রদান