April 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 7th, 2025, 2:08 pm

বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু ঢাকায় বক্ষব্যাধিতে ভর্তি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুকে কুমিল্লা থেকে এনে রাজধানীর মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর ওই হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এর আগে রোববার রাতে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাৎক্ষণিক কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল নোয়াখালীর নিজ বাড়ি থেকে ঢাকায় আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তার ব্লাড প্রেসার বৃদ্ধি পাওয়া কারণে রাতে কুমিল্লা মুন হাসপাতালে নেওয়ার পর ভর্তি করা হয়। সঙ্গে-সঙ্গে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়।

শায়রুল বলেন, আজ সকালে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বুলুর সুস্থতায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।