বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মঙ্গলবার দিবাগত রাতে বুকে ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
আব্বাসের ব্যক্তিগত সহকারী আসিফ সোহান বলেন, ‘স্যার (আব্বাস) রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।’
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র এবং সাবেক মন্ত্রী আব্বাসকে রাত দেড়টার দিকে হাসপাতালে নিয়ে কিছু প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করানোর পর ভর্তি করা হয়।
তিনি বলেন, বিএনপি নেতা হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের অধীনে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন।
রফিকুল বলেন, ‘উনার অবস্থা আগের চেয়ে ভালো। এখন উনাকে ঘুম পড়িয়ে রাখা হয়েছে।’
এদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও শনিবার থেকে হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
–ইউএনবি
আরও পড়ুন
শুধু সংস্কার ও নির্বাচন প্রশ্নে নয়, বাংলাদেশের ভবিষ্যতের জন্যও প্রয়োজন ঐক্য
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সতর্কতামূলক ব্যবস্থা দুর্যোগের ক্ষতি থেকে বাঁচার সহায়ক