বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ারকে আটক করেছে।
বৃহস্পতিবার(২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে রিজভী বলেন, ‘মুজিবুর রহমান সারোয়ারকে গভীর রাতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায়।’
সারোয়ারকে গ্রেপ্তারের নিন্দা জানান বিএনপির এই নেতা।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এর আগে বৃহস্পতিবার দিবাাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা এনসিপির
মাসব্যাপী গণসংযোগ ও ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক জাগপা’র