হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি বিজয়ী হলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন হবে। জনগণের হাতেই থাকবে সব ক্ষমতা। বিএনপি জনগণের গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস।
তিনি আজ মঙ্গলবার দিনব্যাপী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের কান্দাপাড়া, কিসমত নড়াইল ও গাজীরভিটা ইউনিয়নের নলকুড়া, কাতলমারী, কাজলের মোড়, ডাকিয়াপড়া, বরাক, গাবরাখালীসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
এছাড়াও তিনি নড়াইল ইউনিয়নের দুইটি রাস্তার ইটের সলিং কাজের উদ্বোধন করেন।
তিনি আরও বলেন, জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠিত হলেই দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। আমরা জনগণের ক্ষমতাকে শুধু নির্বাচনের দিন বা ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই না; প্রতিদিনের জনআকাঙ্ক্ষাকে মর্যাদা দিয়ে তাদেরকে সম্পৃক্ত করেই রাষ্ট্র ও সমাজ উন্নয়নে কাজ করবো।
প্রিন্স বলেন, বিএনপি এমন এক সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে যেখানে জনগণই হবে সকল উন্নয়নের কেন্দ্রবিন্দু। যেসব বাধা জনগণের মেধা, শ্রম, উদ্যোগ ও উৎসাহকে দমিয়ে দেয় সেসব বাধা দূর করে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করা হবে।
পথ সভা সমূহে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, ইউনিয়ণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সুরুজ্জামান সাগর, যুগ্ম আহবায়ক সুলতান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন
লক্ষ্মীপুরে মাদকাসক্ত এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
যাত্রাবাড়ি ফল মার্কেট মালিক ও সবজী ব্যবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদাবাজ-দুর্নীতিবাজদের রুখে দিয়ে ইসলামকেই রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে : চরমোনাই পীর