November 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 2nd, 2025, 3:22 pm

বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি যদি মাঠে নামে তবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। তিনি অভিযোগ করেছেন, ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন আনা হয়েছে, তা নিয়ে সরকার নীরব রয়েছে।

রোববার (২ নভেম্বর) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, জুলাই সনদের পরিবর্তন নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে—এটি এখন জনগণ বুঝে ফেলেছে। তবে অন্তর্বর্তী সরকার যদি এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করে, সেটি ইতিবাচক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গয়েশ্বর বলেন, বিএনপি এখন যেভাবে মাঠে না নেমে জনগণের কাছে বক্তব্য তুলে ধরছে, তা কৌশলগত পদক্ষেপ। কিন্তু প্রয়োজনে দল মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সরকারের প্রতি আস্থা রাখে। জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে নির্বাচন ভণ্ডুল করার সুযোগ থাকবে না। তিন বাহিনী প্রধান ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি আগামী নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনায় রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্কের সৃষ্টি করা হচ্ছে। বিএনপিকে বিতর্কিত করার এই প্রচেষ্টা ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।

এনএনবাংলা/