রংপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেছেন, দীর্ঘ কয়েক যুগ থেকে রংপুর সদর-৩ আসন সহ রংপুর অঞ্চল অবহেলিত বঞ্চিত। রংপুরবাসী দীর্ঘদিন শোষণ শাসনের শিকার হয়েছে। কোন উন্নয়ন হয়নি, শিল্প কারখানা গড়ে ওঠেনি, গ্যাস আসেনি। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি হয়নি। একটি দল শুধু রংপুরের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা ভোটের সময় অতিথি পাখি হিসেবে এসে ভোট নিয়ে গেলেও রংপুরবাসীর আর কোন খবর রাখেনি। কোন উন্নয়ন করেনি। এবার সময় এসেছে পরিবর্তনের। রংপুরবাসী জেগেছে। আশা করি তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করবে। এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে কলকারখানা গড়ে তোলা হবে। গ্যাস আসবে। রংপুরের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। এরফলে রংপুরের বেকার সমস্যা দূরীকরণ হবে কর্মসংস্থান সৃষ্টি হবে।এসময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর ১৭ নং ওয়ার্ডের ভগীবালাপাড়া ও রামপুরা এলাকাবাসীর আয়োজনে রামপুরা বড় মসজিদ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। এরপর তিনি রামপুরা,ভগীবালাপাড়া এলাকায় গণসংযোগ করেন। এরপর রাতে তিনি নগরীর ১১ নং ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের গীতা পাঠ অনুষ্ঠান, ২৩ নং ওয়ার্ডের জুম্মাপাড়া ও ২৯ নং ওয়ার্ডে মাহিগঞ্জ গ্লাস ফ্যাক্টরি মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল এবং ১৪ নং ওয়ার্ডের বড়বাড়ী এলাকায় নাইট ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এরআগে তিনি ২৬ নং ওয়ার্ডের স্টেশন বাজার বরকতিয়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। দুপুর তিনটায় ঘোড়া পীর মাজার সমবায় মাঠে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এরআগে তিনি জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর স্মরণে রংপুরের বিপ্লবী ছাত্র জনতার আয়োজনে শোক রেলিতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি শহিদ ওসমান হাদীকে শ্রদ্ধা জানিয়ে রংপুর ডিসির মোড়ের নতুন নামকরণ ঘোষণা করেন শহীদ হাদী চত্বর।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর সদর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলম বুলবুল, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, মহানগর বিএনপির সদস্য মকবুল হোসেন, রেজাউল ইসলাম লাবলু, জামিল খান, শাহিনুল ইসলাম শাহীন,ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, মহসিন আলী, মহানগর বিএনপির সদস্য ও ১০ নং ওয়ার্ড সভাপতি শামসুদ্দোহা সাজু, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব দিল মেরাজুল দুলু, সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিঠু, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন,
মহানগর মহিলা দল নেত্রী কানিজ ফাতিমা পারুল,
মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু,১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, ১১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ১৩ নং ওয়ার্ড সভাপতি ইভা মাসুম, সাধারণ সম্পাদক দিল মেরাজুল রিদু, ২৮ নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম মমিন, ২৬ নং ওয়ার্ড সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২৪ নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, ৩২ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম সাকু,, ২৩ নং ওয়ার্ড সভাপতি ফজলার রহমান, ২৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি, মহানগর ছাত্রদলের সাবেক সহ দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল সহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরপর তিনি নগরীর ১৩ নং ওয়ার্ডের পীরজাবাদ এলাকায় গণসংযোগ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও রংপুর মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা অগ্নি সংযোগের প্রতিবাদে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন
হাদির হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ
কুলাউড়ায় সরকারি ট্রান্সফরমারসহ পিকআপ জব্দ