পুঁজিবাজার অস্থিতিশীল করার অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যানসহ আটজনের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ।
তাদের মধ্যে রয়েছেন নিয়ন্ত্রক সংস্থার সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও তার ছেলে জুহাইর সরার ইসলাম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি সায়েদুর রহমান।
এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারিতে জড়িত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সিডব্লিউটির আবুল খায়ের, জাভেদ এ মতিন ও মনিজা চৌধুরীসহ পাঁচজনকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সঙ্গে তাদের ব্যক্তি ও মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা সেল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয়।
যাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের লেনদেন আগামী ৩০ দিনের জন্য স্থগিত করা হবে। প্রয়োজনে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হবে।
—–ইউএনবি
আরও পড়ুন
ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার
সোনালী ব্যাংকের সাবেক সাত কর্মকর্তাসহ ১১ জনের কারাদণ্ড
আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন