বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)’র মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বুধবার (১৫ অক্টোবর) সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস্ কমিউনিটি (বিএসজেসি)’র কার্যালয়ে।
তার সঙ্গে ছিলেন বিসিবি’র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্সের সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম।
বিএসজেসি’র কার্যালয়ে আমজাদ হোসেনকে স্বাগত জানান সংগঠনটির সভাপতি কামাল হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএসেজসি’র সিনিয়র সহ-সভাপতি জাহেদ খোকন, সহ-সভাপতি আব্দুল মুকিত রুবেল, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, নির্বাহী সদস্য মাঈন উদ্দিন তারেক ও আনোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএসেজেসি’র সদস্য মাসুদ পারভেজ, আহসান হাবীব সুমন, ফয়সাল চৌধুরী ও মঈন আহমেদ।
এনএনবাংলা/
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগের মধ্যেই সালাউদ্দিন ও কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
সুযোগ পেয়েও হার এড়ানো গেল না প্রোটিয়াদের বিপক্ষে
রোমাঞ্চকর লড়াই শেষে হারের বেদনায় বাংলাদেশ