দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহের মধ্যে মঙ্গলবার বিকালে রাজধানীর বিভিন্ন অংশে বয়ে যাওয়া হালকা বৃষ্টি নগরবাসীকে কিছুটা স্বস্তি এনে দেয়।
আজ বিকাল ৩টা নাগাদ বৃষ্টি শুরু হওয়ার আগে মেঘলা আকাশ প্রচণ্ড গরমের মধ্যে কিছুটা স্বস্তি এনে দেয়।
এর আগে ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
এতে আরও বলা হয়, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
—–ইউএনবি
আরও পড়ুন
এলো ফার্স্টলুক, কবে মুক্তি পাবে রানির নতুন সিনেমা
গরমে কিশমিশ ভেজানো পানি পান করা কেন জরুরি?
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের