January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 26th, 2023, 7:56 pm

বিকিনি পরে কটাক্ষের মুখে ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক :

প্রখর দাবদাহে পুড়ছে বাংলা। সেখানে বৃষ্টির নামগন্ধ নেই। আর তাই দুধের স্বাদ ঘোলেই মেটাতে সম্প্রতি গরমে সুইমিংপুলে জলকেলির এক ছবি ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিতে গোলাপি বিকিনিতে স্পষ্ট বিভাজিকা, একমুখ হাসি নিয়ে ছবিতে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিট দ্য হিট’। সঙ্গে এও লেখেন, ছবিটি পুরনো। সাম্প্রতিককালে তোলা মোটেও নয়। এরপরেই শুরু হয় কটাক্ষ। নেটিজেনদের একটা বড় অংশ তুমুল তুলোধনা শুরু করেন এই অভিনেত্রীকে। কেন তিনি বিকিনি পরিহিত ছবি দিলেন, তা নিয়ে চলতে থাকে কুৎসিত মন্তব্য। এখানেই শেষ নয়, তার বয়স নিয়েও চলতে থাকে একের পর এক প্রশ্ন। যদিও ঋতুপর্ণা এ সবের উত্তর দেননি। ট্রলকে পাত্তা না দেয়াই সমীচীন বলে মনে করেছেন তিনি। সেলিব্রেটিদের নিয়ে ট্রল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। হলিউড,বলিউড, টলিউড থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে অনেকবারই নেটিজেনদের ট্রলের মুখে পড়তে হয়েছে। এই নিয়ে প্রকাশ্যেই বারেবারে প্রতিবাদ জানিয়ছেন নায়ক-নায়িকারা। অনেকেরই মতে, অভিনেতারা নাকি ‘সফট টার্গেট’- এমনটাই মনে করেন সাধারণ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ট্রলকে এড়িয়ে চলারই চেষ্টা করেন তারা। ঠিক যেমন এবারেও করেছেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।