October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 16th, 2025, 6:16 pm

বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন

সাভারে বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার সকালে ৫ম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ বিকেএসপিতে শুরু হয়েছে।

এসময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। প্রতিযোগিতায় ৫টি বিশ্ববিদ্যালয় দল ১টি একাডেমি দল, ১টি জেলা পর্যায়ের দল ও বিকেএসপি’র ২টি দল সহ মোট ৯টি দল অংশগ্রহণ করেছে। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে বিকেএসপিতে স্বাগত জানান এবং টুর্নামেন্টের সফল সমাপ্তির আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী দিনে বিকেএসপি ‘এ দল ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৬৬-২৬ পয়েন্টে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটিকে ৭০-৭১ পয়েন্টে পরাজিত করে শুভ সূচনা করে। প্রতিযোগিতার অন্যান্য দলগুলো হলো-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহীর ফরহাদ বাস্কেটবল একাডেমি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, খুলনা ক্রীড়া সংস্থা ও বিকেএসপি-বি দল। আগামী ২১ অক্টোবর টুর্নামেন্টের সমাপ্তি হবে।