October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 21st, 2025, 5:48 pm

বিকেএসপি’তে জুলাই-আগস্ট বিপ্লবে আহত ছাত্রদের উন্নত ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন

বিকেএসপি’তে জুলাই-আগস্ট বিপ্লবে আহত ছাত্রদের উন্নত ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিকেএসপি’তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় ও বিকেএসপির পরিচালনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের জন্য আয়োজিত উন্নত ক্রীড়া প্রশিক্ষণ (এ্যাডভান্সড স্পোর্টস ট্রেনিং) ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। তিনটি ক্রীড়া বিভাগ আর্চারি, টেবিল টেনিস ও শ্যূটিং এ নির্বাচিত ৪ জন করে ১২ জন আহত ছাত্রদের নিয়ে দুই মাস ব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়। উল্লেখ্য: এর পূর্বে গত জুলাই মাসে ১২ জনকে বিকেএসপি থেকে এক মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেয়া হয়। দুই মাসের নিবিড় প্রশিক্ষণ শেষে যোগ্যতার ভিত্তিতে আগামী প্যারা অলিম্পিকের জন্য প্রস্তুত করা হবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের প্রথমেই জুলাই বিপ্লবে শহীদদের প্রতি সম্মান জানান এবং শহীদদের দেশের জন্য জীবন বিসর্জন থেকে শিক্ষা নিয়ে সবাইকে কাজ করার আহবান জানান। প্রধান অতিথি মনে করেন প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধারা প্যারা অলিম্পিকের মতো বিশ্বমানের প্ল্যাটিফর্মে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বকে আমাদের ছাত্র-জনতার বীরত্বের কথা জানাবে, জানাবে বিগত ফ্যাসিস্ট সরকারের রাহুগ্রাস থেকে মুক্তি পেতে জীবনকে তুচ্ছ মনে করে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। ফলে সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আর তাই তিনি এই বীর যোদ্ধাদেরকে ডিফারেন্টলি এ্যাবেল্ড বা ভিন্নভাবে সক্ষম ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। মহাপরিচালক মনে করেন জুলাই যোদ্ধারা জাতিকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছে, জাগিয়েছে নতুন ভাবে বেঁচে থাকার চেতনা। এ চেতনাই হোক আমাদের আগামী দিনের পথ চলা। এছাড়াও আমাদের নিয়মিত প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের থেকে অনুপ্রাণীত হয়ে সামনে এগিয়ে যাবার স্বপ্ন দেখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ জননী ও জুলাই শহীদ স্মৃতি  ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে কর্নেল (অব:) কামাল আকবর।