August 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 24th, 2025, 7:13 pm

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান অনুষ্ঠান

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগষ্ট) সকালে সাভারে বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপির পরিচালনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের নিয়ে আয়োজিত এক মাস ব্যাপী বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ প্রদান করা হয়। তিনটি ক্রীড়া বিভাগ আর্চারি, টেবিল টেনিস ও শ্যূটিং এ নির্বাচিত ১১ জনকে এক মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেয়া হয়। অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম উপস্থিত হয়ে জুলাই যোদ্ধাদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা মো. দেলোয়ার হোসেন জুলাই ’২৪ এর স্মৃতি চারণ করে তাদের সহসীকতার কথা তুলে ধরেণ। তিনি বিকেএসপি থেকে প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যত জীবন গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তিনি বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকেও ধন্যবাদ জানান।

জুলাই বিপ্লবের শহীদ জননী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান, বিকেএসপি’র এক মাসের প্রশিক্ষণে ছেলেরা যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তার উপর ভিত্তি করে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে বলে আমি মনে করি। এ সময় তার সাথে ছিলেন জুলাই শহীদ স্মৃতি  ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তি।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম জুলাই’২৪ এর যোদ্ধারা যে সাহসীকতার সাথে সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আহত একাংশকে বিকেএসপি থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারায় বিকেএসপি পরিবার সৌভাগ্যবান বলে মনে করেন। পাশাপাশি বিকেএসপিতে জুলাই যোদ্ধাদের অবস্থান বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণার্থীদের ঘুরে দাঁড়ানোর মানষীকতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। তিনি জুলাই যোদ্ধাদের বিকেএসপির এ্যাম্বাসেডর বলেও আখ্যায়িত করেন। এসময় তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের উন্নত প্রশিক্ষণ শেষে প্যারা ও ম্পেশাল অলিম্পিকের মত বিশ্ব আসরে অংশগ্রহণের মাধ্যমে সারা বিশ্বকে বাংলাদেশের সমাজ পরিবর্তনে তাদের আত্মত্যাগের কথা জানিয়ে দিতে চান। মহাপরিচালক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে সারা বছরই কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

 

 

এস এম মনিরুল ইসলাম,সাভার