সাভারে বিকেএসপি’র ৩৫ তম ব্যাচের অভিনব বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগষ্ট) সকালে সদ্য পাশ করা এইচএসসি প্রশিক্ষণার্থীদের ৩৫ তম ব্যাচকে বিদায় জানালো বিকেএসপি। দেশের একমাত্র সরকারী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ৬/৯ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় প্রশিক্ষণার্থীরা শেষ করলো তাদের বিকেএসপি জীবন। অতিবাহিত করলো তাদের জীবনের শ্রেষ্ঠ সময়। কঠোর প্রশিক্ষণ, লেখা-পড়া ও সু-শৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত ৩৫’ ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিদায়কে স্মরণীয় করে রাখতে কর্তৃপক্ষ আয়োজন করেছিল এক অভিনব বিদায়। বিকেএসপি কলেজ থেকে শুরু করে প্রধান ফটক পর্যন্ত সকল প্রশিক্ষণার্থী ও কর্মকর্তা কর্মচারীরা রাস্তার দু’ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুলের পাঁপড়ী ও বাদক দলের সুরের মূর্ছনার বিদায় জানানো হয় ব্যাচ’৩৫কে । এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্ঠি হয়। প্রতিষ্ঠানের মহাপরিচালক থেকে শুরু করে উপস্থিত সকলেই ব্যাচ’৩৫ এর প্রশিক্ষণার্থীদের বিদায় জানান অশ্রু ভেজা নয়নে।
এর আগে গতকাল সন্ধ্যায় এইচএসসি’৩৫ এর বিদায় উপলক্ষ্যে বিকেএসপি’র অডিও ভিজ্যুয়াল সেন্টারে আয়োজন করা হয় এক বিদায় অনুষ্ঠানের। মিলনায়তনে বিদায়ী প্রশিক্ষণার্থীদের রজনীগন্ধার ফুল দিয়ে স্বাগত জানায় এক ঝাঁক ক্ষুদে প্রশিক্ষণার্থী। স্মৃতিচারন পর্বে বক্তব্য রাখেন দু’জন প্রশিক্ষণার্থী ও শ্রেণি শিক্ষক। পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানের শেষ পর্বে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম বিদায়ীদের উপদেশ ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। মহাপরিচালক বিদায়ীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন। এরপর মহাপরিচালক বিদায়ী প্রশিক্ষণার্থীদের সাথে এক নৈশ:ভোজে অংশ নেন।
এস এম মনিরুল ইসলাম,সাভার
আরও পড়ুন
বিএনপির রাজনীতি জনকল্যাণে নিবেদিত- প্রিন্স
রংপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ৭৩টি বাইসাইকেল বিতরণ
রংপুরে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান