September 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 1st, 2025, 10:18 pm

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়ার রাজধানীতে সেনা মোতায়েন

 

ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট সদস্যদের বিলাসবহুল সুযোগ-সুবিধার প্রতিবাদে বিক্ষোভে ছয় জন নিহত হওয়ার পর সোমবার (১ সেপ্টেম্বর) দেশিটির রাজধানী জাকার্তায় সেনা মোতায়েন করা হয়েছে।

আজও হাজারো মানুষকে দেশজুড়ে বিক্ষোভ করতে দেখা গেছে। বিকেলের দিকে বিক্ষোভকারীরা ন্যাশনাল পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন। এ সময় সেনাদের টহল দিতে দেখা যায়।

এছাড়া সুমাত্রা দ্বীপের পালেমবাং, বোর্নিও দ্বীপের বানজারমাসিন এবং জাভার ইয়োগ্যাকার্তাতেও হাজারো মানুষ প্রতিবাদে অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া ২০ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফতা কাইসিয়া কামেলিয়া এএফপিকে বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো পার্লামেন্টের সংস্কার। আমরা চাই পার্লামেন্ট আমাদের সঙ্গে সরাসরি কথা বলুক। কারণ পার্লামেন্ট সদস্যরা আমাদের প্রতিনিধি।

গত সপ্তাহে এমপিদের আবাসন ভাতা নিয়ে বিক্ষোভ শুরু হয়। ব্যাপক সমালোচনার মুখে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও সংসদ নেতারা এ সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন।

শুরুতে এ বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, তবে পরবর্তীতে তা সহিংস রূপ ধারণ করে। বিশেষ করে বৃহস্পতিবার রাতে ২১ বছর বয়সী এক তরুণকে পুলিশের গাড়িচাপা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস হয়ে ওঠে।

জাকার্তা থেকে এ বিক্ষোভ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। প্রাবোও ক্ষমতায় আসার পর এটিই দেশটিতে সবচেয়ে তীব্র অস্থিরতা।

সোমবার পুলিশ রাজধানীজুড়ে চেকপোস্ট বসায়, সেনা-পুলিশ যৌথ টহল ও কৌশলগত স্থানে স্নাইপার মোতায়েন করা হয়। শহরের যে রাস্তাগুলো সাধারণত যানজটে স্থবির থাকে, সেগুলো অনেকটাই ফাঁকা ছিল।

এএফপির এক সাংবাদিক জাকার্তা থেকে জানান, শহরের জাতীয় স্মৃতিস্তম্ভ ও প্রেসিডেন্ট প্রাসাদের সামনে শত শত সেনা মোতায়েন করা হয়েছে।

এনএনবাংলা/