অনলাইন ডেস্ক :
দশম দিনে গড়াল ফ্রান্সের চলমান বিক্ষোভ। পেনশন সংস্কারের সিদ্ধান্তে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অটল থাকার ঘোষণা দেওয়ার পর সহিংস হয়ে উঠেছে বিক্ষোভকারীরা। চলমান উত্তাল পরিস্থিতিতেই আগামী মঙ্গলবার ফ্রান্স সফরের সিদ্ধান্ত নিয়েছেন রাজা তৃতীয় চার্লস। গত বৃহস্পতিবার ফ্রান্সের ঐতিহাসিক বোরডক্স টাউন হলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে হতাহতের ঘটনা না ঘটলেও, বিখ্যাত স্থাপনাটির সামনের দিকের প্রবেশদ্বার পুড়ে যায়। এ ছাড়া ম্যাকডোনাল্ড রেস্তোরাঁর একটি ব্রাঞ্চসহ বিভিন্ন দোকান ও রাস্তায় ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। এমন সহিংস পরিস্থিতির মধ্যেই ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বোরডক্স সফরে যাবেন বলে জানা গেছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন অবশ্য নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে রাজাকে স্বাগত জানিয়েছেন। কারণ ফ্রান্সের ট্রেড ইউনিয়ন মঙ্গলবারই আন্দোলনের আহ্বান জানিয়েছে। গত বৃহস্পতিবার ফ্রান্সের রাস্তায় জড়ো হওয়া বিক্ষোভকারীদের সংখ্যা ১০ লাখ ছাড়ায়, শুধু প্যারিসেই ছিল ১ লাখ ১৯ হাজারের বেশি আন্দোলনকারী। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় অন্তত ৮০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। সংস্কারের সিদ্ধান্তকে আবারও যৌক্তিক হিসেবে আখ্যা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ভবিষ্যতের বড় সংকট মোকাবিলায় সংস্কারটির প্রয়োজনীয়তার কথা বলেছেন ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোরনে। ম্যাক্রোঁ সরকার ফ্রান্সের জনগণের চাকরির মেয়াদ ৬২ থেকে ৬৪-এ উন্নীত করতে চাইছে। এতে প্রবল আপত্তি জানিয়ে বিক্ষোভ করছে দেশটির সাধারণ জনগণ। তবে যেকোনও মূল্যে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সূত্র: বিবিসি
আরও পড়ুন
নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়ার পথে সুশীলা, করলেন মোদির প্রশংসা
মালয়েশিয়ায় দুইদিনে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক
কাতারে ইসরাইলের হামলা, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিন্দা