উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় প্রতিবাদ এবং ছয় দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে উত্তরের দিয়াবাড়ি গোলচত্বরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শত শত শিক্ষার্থী জড়ো হন। সড়কের ওপর বসে তারা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। মুখে ছিল ‘ভুয়া ভুয়া’, ‘বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান।
শিক্ষার্থীদের ছয় দাবি হলো-
১. দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।
২. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
৩. ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস এবং গণতান্ত্রিক। তবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান থাকবে আপসহীন।
‘ভয় নয়, আমরা চাই ন্যায়বিচার’—এমন স্লোগান সামনে রেখে তারা ছয় দফা দাবি উত্থাপন করেছেন তারা।
এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেয়।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
মাইলস্টোন ট্র্যাজেডি: নিখোঁজ রাইসার খোঁজ মিলেছে, তবে বেঁচে নেই
সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ
অর্থ সাহায্য চেয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর উধাও