শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে গণবিক্ষোভের মুখে সরকার পদত্যাগের পর আতঙ্ক সৃষ্টি হয়েছে ভারত সরকারের মধ্যে। আগে ভাগেই পরিস্থিতি সামাল দিতে তৎপরতা শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এ জন্য তিনি ভারতে ১৯৭৪ পরবর্তী যত আন্দোলন হয়েছে তা নিয়ে গবেষণার নির্দেশ দিয়েছেন। খবর ইন্ডিয়ার এক্সপ্রেস- এর।
ভবিষ্যত স্বার্থন্বেষী মহলের বিক্ষোভ ঠেকাতে ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে (বিপিআরঅ্যান্ডডি) একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি’ তৈরি করতে নির্দেশ দিয়েছেন অমিত শাহ। আর এ জন্য তিনি ১৯৭৪ সালের পরে যেসব আন্দোলন হয়েছে, সেগুলো নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতে বলেছেন।
গত জুলাইয়ের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) আয়োজনে দুদিনব্যাপী ‘ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স-২০২৫’ -এ এই নির্দেশনা দেন অমিত শাহ।
এতে তিনি আন্দোলন গবেষণার মাধ্যমে কারণ, ‘আর্থিক দিকসমূহ’, ‘চূড়ান্ত ফলাফল’ এবং ‘পর্দার অন্তরালের ক্রীড়নকদের’ বিষয় বিশ্লেষণ করতে বলেছেন।
শাহের নির্দেশনার পর, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিপিআরঅ্যান্ডডি–এর একটি টিম গঠন করা হচ্ছে, যা রাজ্য পুলিশ বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করবে। এর মধ্যে পুরোনো মামলার নথিপত্র এবং সেসব সম্পর্কে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা