অনলাইন ডেস্ক :
টলিউড পেরিয়ে বলিউডের দিকে পা বাড়াতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের চিত্রনায়িকা ও সাংসদ নুসরাত জাহান। সম্প্রতি এমন খবর নিয়েই শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে সেটি কোন সিনেমার মধ্য দিয়ে নয় বরং সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এর নতুন সিজন, ‘বিগ বস ১৬’ এর মধ্য দিয়ে। শোনা যাচ্ছে, ইতোমধ্যেই ‘বিগ বস’ সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন নুসরাত। পারিশ্রমিক কত নেবেন, তা নিয়েই এখন আলোচনা চালাচ্ছেন টলিউডের এই আলোচিত নায়িকা। তবে নুসরাত কিন্তু এ ব্যাপারে একেবারেই মুখে কুলুপ এটেছেন! কেউ কিছু জানতে চাইলে, বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তিনি। তবে টলিপাড়ায় পুরো গুঞ্জন, বিগ বসে এন্ট্রি নেওয়ার জন্য নুসরাত নাকি একেবারে তৈরি। বিগ বস মানেই বিতর্কের আখড়া। ‘বিগ বস’ এ এন্ট্রি পাওয়ার মূল যোগ্যতাই হল, আপনাকে হতে হবে বিতর্কিত। আর বিগ বসে জিততে হলে, ঘরের ভিতরও রোজই আসতে হবে খবরের শিরোনামে। গেল কয়েক বছর থেকে ক্যারিয়ার, রাজনীত, ব্যক্তিজীবন সব কিছু নিয়েই বিতর্কিত নুসরাত। প্রেম, ব্রেকআপ, বিয়ে, ডিভোর্স, ফের প্রেম, অন্তঃসত্ত্বা, সব ক্ষেত্রেই তুমুল বিতর্ক রয়েছে তাকে ঘিরে। ফলে অভিনেত্রী যে বিগ বসের নজরে পড়বেন, সেটাই তো স্বাভাবিক। এদিকে নুসরাতের প্রেমিক যশ অভিনয় করতে চলেছেন বলিউড সিনেমায়। ইতিমধ্যেই মুম্বাই রওনা দিয়েছেন তিনি। আর গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে নুসরাতও খুব শিগগির পাড়ি দেবেন মুম্বাইয়ে!
আরও পড়ুন
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী