অনলাইন ডেস্ক :
শেষ প্রান্তে চলে এসেছে রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে গানের লড়াইয়ে শুক্রবার (১১ মার্চ) সেরা ৬ প্রতিযোগী প্রথমবারের মতো একই পর্বে গাইবেন ২টি গান, তাও দ্বৈত। আর এই বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী ন্যানসি। একই মঞ্চে শিল্পী নিজেও গাইবেন সরাসরি। এদিকে আজ শনিবার সেরা ১০ থেকে বাদ পড়ে যাওয়া ৬ জন প্রতিযোগী গাইবেন নিজেদের পছন্দের গান। এই পর্বের সর্বোচ্চ নম্বর বিজয়ী পাবেন সেরা-৫-এ প্রবেশ করার সুবর্ণ সুযোগ। আর এই বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়ক সিয়াম আহমেদ। বিচারকের কাজের পাশাপাশি তাকেও দেখা যাবে মঞ্চে গিয়ে গান গাইতে! এই প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে রয়েছেন এস আই টুটুল, রুমানা ইসলাম ও পিন্টু ঘোষ। এই আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে সিয়াম বলেন, ‘পুরোটা সময় দারুণ উপভোগ করেছি। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা বেশ ক’জন গুণী শিল্পী পাবো।’ ‘হারিয়ে যাও গানের টানে’Ñএই প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’র পুরো আয়োজনের সঞ্চালক মৌসুমী মৌ, গ্রন্থনায় রুম্মান রশীদ খান এবং প্রযোজনায় অজয় পোদ্দার। প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে এটি।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল